প্রতিষ্ঠানের ইতিহাস

ফেনী জেলার সোনাগাজী উপজেলাস্থ সোনাগাজী পৌরসভার প্রান কেন্দ্রে সোনাগাজী টু মুহুরী পজেক্ট রাস্তার দক্ষিন পাশে সোনাগাজী মডেল থানার সামনে মাত্র ২০ গজ দূরে কলেজ রোড়র পাশে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়টি অবস্থিত ।
প্রাসঙ্গিক কিছু ইতি কথা
১৯৬৮ সালে সোনাগাজী কমিনিটি বালিকা বিদ্যালয়ের স্থাপনা দিয়ে শুরু হয় সোনাগাজী বালিকা বিদ্যালয়ের প্রথম পথ চলা। সোনাগাজীর মহেশচর গ্রামের সুনামধন্য ব্যক্তিত্ত্ব জনাব মো: নাজিমুল হক সাহেব নারি শিক্ষার প্রসারের জন্য 35.75 শতক জমির উপর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাকরেন। মো: নাজিমুল হক সাহেবের প্রস্থাবের সাথে তালমিলিয়ে ১ম দাতা সদস্যের খাতায় নাম লিখান মহেশচর গ্রামের আরেক শিক্ষা প্রেমীক ব্যক্তিত্ব জনাব, বাবু প্রফুল্ল কুমার দাস। তিনি অত্র বিদ্যালয়ের জন্য ২০০ শতক জমি দান করে জান। এরই ধারা বাহিকতায় পরবতিতে দাতা সদস্য হিসেবে ছাড়াইতকান্দি গ্রামের চৌধুরী বংশের সুনামধন্য শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তি জনাব, শাহাদাত হোসেন চৌধুরী সাহেব ও মরহুম মো: নাজিমুল হক সাহেবের সুযোগ্য সন্তান জনাব ফিরোজ মো: মঞ্জুরুল হক সাহেবও আজীবন দাতার তালিকায় নাম লিখান। ১৯৮৪ সাল থেকে বিদ্যালয়টি সরকারী অনুদান (এম পি ও) ভুক্ত হয় । ১৯৯৮ সাল থেকে বিদ্যালয়টিতে বাংলাদেশ কারীগরি বোর্ডের আওয়াতাদিন কারীগরি শিক্ষা ভোকেশানাল কোস চালু হয়েছে । ভোকেশানাল কোর্সের ড্রেস ম্যাকিং ও ফুড় প্রসেসিং নামে দুটি শাখা চালু রয়েছে । বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সাধারন ও কারীগরি শাখায় ভালো ফলাফল করে আসছে । তাছাড়া প্রায় প্রতি বছর উপজেলা ও জাতীয় পযায় ভিবিন্ন প্রকার ক্রিড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান সহ নানা বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লেখযোগ্য পুরষ্কার ও পদক পেয়ে স্কুলের পরিচয়কে সুদৃঢ় করেছে, নিজেরা ও ধন্য হয়েছে ।
বতর্মানে আমাদের রয়েছে চতুর্দিকে দেয়াল ঘেরা স্কুল কম্পাউন্ড ও খেলার মাঠ । নামাজের জন্য রয়েছে নামাজ ঘর । আমাদের টার্গেট, ছাত্রীরা একই সাথে দ্বীন ও দুনিয়ার শিক্ষা গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করবে । এই মেয়েরা যদি একটানা ০৫ বছর এই প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পায় তাহলে তারা শুধু স্কুল এ সেরা ফলাফলই করবে না, তারা অন্যায় কাজ করা, মিথ্যা কথা বলা, ভুলেই যাবে। তারা যে যে বিষয়েই লেখাপড়া করুক না কেন, তারা সত্যিকার আদর্শ মানুষ হবে। যারা মুসলমান তারা ভাল মুসলমান হবে। অন্য ধর্মের শিক্ষার্থীরাও পরষ্পর প্রতিযোগিতা মূলক ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হবে । তাদের দ্বারা পিতা-মাতা, সমাজ তথা দেশ উপকৃত হবেই ইনশাআল্লাহ । ২০১৪ সাল থেকে বিদ্যালয়টিতে জে এস সি এবং ২০১৭ সাল থেকে এস এস সি পরীক্ষার কেন্দ্র চালু হয়েছে।
আমাদের অনেক তথ্যই বাকি রয়ে গেছে। যা আমরা পরবর্তী সময়ে সংযোজনের আশা রাখি।
স্কুলটি প্রতিষ্ঠার তারিখ : 05.01.1968 ইং
১ম স্বকৃতির তারিখ : 01.01.1977 ইং , স্মারক নং : স্বী: 280 / নোয়া / 77/ 3149 . তারিখ : 08.08.1977 ইং ।
এম পি ও ভুক্তির তারিখ : 01.06.1984 ইং
ভোক: শাখা এম পি ও ভুক্তির তারিখ : 01.01.1998 ইং
জমির পরিমান : 235.75 শতক